পলিটিক্স বিডি একটি রেজিস্টার্ড গবেষণা প্রতিষ্ঠান। এটা একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এর সাথে জড়িতরা সাংবাদিকতাসহ বিভিন্ন পেশায় সফল। কাজেই পলিটিক্স বিডি কারো পেশার অংশ নয়, আবেগ। শুধুমাত্র দেশপ্রেম থেকেই এমন একটি গবেষণা প্রতিষ্ঠান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কেন পলিটিক্স বিডি?

আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন হাসিনা সরকার ১৬ বছর ধরে একটা বয়ান তৈরি করেছিল যে ভারত ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। এখন দেখা যাচ্ছে সেই বয়ান সঠিক ছিল না। বাংলাদেশ ঠিকই অন্যদেশ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করছে। অন্যদিকে বাংলাদেশি পর্যটক হারিয়ে ভারতজুড়ে চলছে হাহাকার।

ভারতের আগ্রাসনের কারণে বাংলাদেশে স্বাভাবিকভাবেই ভারতবিরোধীতা বাড়ছে। অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চোখে চোখ রেখে কথা বলছে। এটা হাসিনার আমল থেকে একটা গুণগত পরিবর্তন।

এমন পটভূমিকায় ভারত নিয়ে বাংলাদেশের মানুষের মনোভাব কতটুকু পরিবর্তন হলো, ঠিক কত শতাংশ মানুষ ভারতকে ঘৃণা করেন সেটা একটা রীতিমতো গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ভারতীয় আগ্রাসনের নানা দিক নিয়ে গবেষণা হতে পারে।

চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের ক্ষেত্রেও একই কথা বলা যায়। ভারতের উদাহরণ দিলাম এই কারণে যে আমাদের রাজনীতি মূলত ভারতের উপর অনেকখানি নির্ভরশীল।

ভারতীয় আগ্রাসন ছাড়াও পলিটিক্স বিডি নানা ট্রেন্ডি বিষয় নিয়ে গবেষণা করতে চায়। এসব বিষয়ে গবেষণার ফলাফল সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে প্রকাশ করতে চায়। পলিটিক্স বিডির সাথে সাংবাদিকরা যুক্ত থাকায় মিডিয়া কাভারেজের বিষয়টি সহজ হবে বলে মনে করি।

এছাড়া, সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে চায় পলিটিক্স বিডি। এই অনুষ্ঠানগুলোও মিডিয়া কাভারেজের ব্যবস্থা করা হবে।

আপনারা যারা দেশপ্রেমিক ও যেকোনো আগ্রাসনের বিরোধী বাংলাদেশের একজন নাগরিক, আপনাদের পলিটিক্স বিডির সাথে থাকতে এবং সাপোর্ট করতে বিনীত অনুরোধ করছি।

যোগাযোগ ২২৭, আউটার সার্কুলার রোড (তৃতীয় তলা), মগবাজার ওয়্যারলেস, ঢাকা-১২১৭। ফোন: 01746 477 142 (WhatsApp). Email: mail.politicsbd@gmail.com.