পলিটিক্স বিডি হলো একটি নির্দলীয় রাজনীতি বিষয়ক জরিপ গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান। আমরা রাজনীতি নিয়ে মাসিক প্রতিবেদন প্রকাশ করি। এছাড়া ইস্যুভিত্তিক নানা বিষয় নিয়েও আমরা গবেষণা করি। ডেটা-চালিত সামাজিক বিজ্ঞান গবেষণা পরিচালনা করে থাকে পলিটিক্স বিডি। 

About Us


পলিটিক্স বিডি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এটি অর্থের বিনিময়ে এটি সরকারি-বেসরকারি জরিপ গবেষণা করে থাকে এবং সে অনুযায়ী পরামর্শ দিয়ে থাকে। 


বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী ও রাজনৈতিক দলের প্রার্থী টাকার বিনিময়ে জরিপ পরিচালনা করতে পারেন। আমরা তাদের হয়ে জরিপ করে দিতে পারি। এর মাধ্যমে তাদের সম্পর্কে জনসাধারণের মনোভাব জানতে পারেন। 


গবেষণা পদ্ধতি


মূলত জরিপের মাধ্যমে গবেষণা পরিচালনা করে পলিটিক্স বিডি। যাবতীয় তথ্য সংগ্রহ করা হয় জরিপের মাধ্যমে। তারপর তথ্য  বিশ্লেষণ করে ফলাফল নির্ধারণ করা হয়। 


সমর্থনের পাল্লা কোন প্রার্থীর দিকে সবচেয়ে ভারী তার পূর্বাভাস দেওয়া ছাড়াও রাজনৈতিক জরিপের আরও অনেক দিক রয়েছে।


জরিপগুলোতে প্রার্থীদের সমর্থনের তীব্রতা, কোন ধরনের মানুষ তাদের সমর্থন করে এবং কোন ভোটার নির্বাচনের দিনে আসলেই দেখা দিতে পারেন তা বুঝতে সহায়তা করতে পারে। 


জনগণ কাকে ভোট দেবে তা জানতে রাজনীতিবিদ, গণমাধ্যম এবং গবেষণা দলগুলো প্রতিটি নির্বাচনে অর্থ ব্যয় করে জরিপের আয়োজন করে। কিছু জরিপ প্রকাশ্যে আনা হয় এবং অন্যগুলো- বিশেষত রাজনৈতিক দল বা প্রার্থীদের অর্থায়নে করা জরিপ গোপনীয় রাখা হয়। 


যেসব মাধ্যমে জরিপ করা হয়


■ টেলিফোন

■ ই-মেইল 

■ অনলাইন সার্ভে

■ মোবাইল সার্ভে

■ ব্যক্তিগত ইন-হোম সার্ভে

■ ব্যক্তিগত মল বা রাস্তায় বাধা জরিপ

■ মিশ্র পদ্ধতিতে



আমাদের ক্লায়েন্ট হতে পারেন যারা


রাজনৈতিক দল: দেশের বিভিন্ন ইস্যুতে মানুষের মনোভাব জানতে চাইতে পারে রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে জরিপের মাধ্যমে উপাত্ত বিশ্লেষণ করে অনায়াসে তারা এটি জানতে পারে। 

অনেক সময় সংশ্লিষ্ট রাজনৈতিক এই জরিপের ফলাফল প্রচারও করতে চাইতে পারে। সেক্ষেত্রেও পলিটিক্স বিডি প্রেস কনফারেন্স করে মিডিয়া কাভারের জন্য। এসব ক্ষেত্রে সাধারণত জরিপকারী রাজনৈতিক দলটি তার সম্পৃক্ততা গোপন রাখে। 


রাজনৈতিক নেতা ও নির্বাচনের প্রার্থী: অনেক সময় রাজনৈতিক নেতারাও জরিপ করে থাকেন। এটি তারা সাধারণত করেন নিজের অবস্থান সম্পর্কে বোঝার জন্য। সাধারণত নির্বাচনের আগে এমন  জরিপ করা হয়। এসব জরিপের ফলাফলও গোপন করেন ওই নেতা বা প্রার্থী। কারণ ওই নেতা বা প্রার্থী শুধুমাত্র নিজের অবস্থান জানার জন্যই এমন জরিপ করে থাকেন। 


এনজিও: সুশাসন নিয়ে কাজ করা অনেক এনজিও থার্ড পার্টি প্রতিষ্ঠান দিয়ে জরিপ করায়। এছাড়া নির্বাচন নিয়ে কাজ করা সংগঠনগুলোও  জরিপকাজ করে থাকে। তারাও কোনো জরিপকারী প্রতিষ্ঠানকে দিয়ে এই কাজ করায়। 


সরকার: সরকারি প্রতিষ্ঠানও অনেক সময় জরিপ করে। জুলাই হত্যাকাণ্ড নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একাধিক  জরিপ করেছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জরিপসহ একাধিক জরিপ করেছে। 


যোগাযোগ

২২৭, আউটার সার্কুলার রোড (তৃতীয় তলা), মগবাজার ওয়্যারলেস, ঢাকা-১২১৭।

ফোন: 01746 477 142 (WhatsApp). Email: mail.politicsbd@gmail.com.